মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে অতি গরম ও তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে রহমতের বৃষ্টির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সোমবার কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কটিয়াদী উপজেলা ইমাম উলামা পরিষদের আয়োজনে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করেন এলাকার মুসল্লিরা । নামাজ শেষে রহমতের বৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করা হয়।
সোমবার সকালে দলে দলে স্কুল কলেজের ছাত্রসহ নানা বয়সী মানুষ ইসতিসকার নামাজের জন্য কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজির হন। নামাজ শুরুর আগে কটিয়াদী কলা মহাল দরগা জামে মসজিদের ইমাম ও কটিয়াদী উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলে দেয়। এরপর দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেন। নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে নিজেদের পাপের জন্য তওবা করে, রহমতের বৃষ্টি চেয়ে মোনাজাত করা হয়।
নামাজে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের সাবেক উপ পরিচালক ডা: মুক্তাদির ভূইয়া বাচ্চু, উপজেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সাঈদ আহম্মদ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল হক, দাওয়াতুল হক মাদ্রাসার মুফতি শহীদুল্লাহ, এনামুল হক ভূঁইয়া, মুস্তাকুর রহমান রহমান গোলাপ, হাজী ইউসুফ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নামাজে ইমামতি করেন কটিয়াদী কলা মহাল দরগা জামে মসজিদের ইমাম ও কটিয়াদী উপজেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।