1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

আমি সাধারণ মেয়ে

  • প্রকাশ কাল রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৭ বার পড়েছে

-নূরুন্নাহার নুর

খুব সাধারণ মেয়ে বটে
ভিখেরি তো নয়,
সত্যি টা বলতে তবে
করবো কেনো ভয়।

হউক সে দেশের কোন
বড় অফিসার,
সর্বদাই মানবো কেনো
তারই ভুল বিচার।

তাহার উপর নির্ভর করে
চলতে হয় যাদের,
তার আগমনে ভয় জাগবে
অন্তরে তাদের।

বাবা বাবা হুজুর হুজুর
করবেনা সবাই,
পারবে নাকো সব মানুষে
করিতে জবাই।

ভুল করলে শাসন করবে
মানবো এমন কাজ,
সত্যি বলতে কেনো তোমায়
করবো আমি লাজ।

তুলে আমি ধরবো নাকো
আমার পরিচয়,
যে আমাকে বোঝার সে
বুঝে নিলেই হয়।

ভালো থেকো সুস্থ থেকো
মানুষ হয়ে মন,
সব মানুষে গোলাম ভাবো
তুমি কেমন জন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST