অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
কতো সময় পার হয়ে যায়
জেগে ওঠে কতো নদীর বুক
ঝরে যায় কমলা বকুল ফুল
নখে গড়ায় গাও গেরামের সুখ।
পুঁতি গায় আর ধরে মাছ
নৌকা চলে হেলে দোলে
মরা গাং, নদীর জোয়ার
যায় যে ফিরে পথ ভুলে।
নেই ঢাক ঢোলের মেলা
হারাতে বসেছে কারুকার্য
লাটি খেলা, বাউলা গান
বিদেশী সংস্কৃতি করে কর্জ।
মায়ের হাতের দুধ ভাত খেতে
ইচ্ছে করে জোছনায় ঘুরে
ইষ্টি কুটুমের মিস্টি গান শুনে
ঘুরে বসতে নদীর তীরে।
গাও গেরামের শ্যামল চিত্র কথা
টুপ টুপ শিশির কণায় ঝরে
ছড়া কবিতা গল্পের শাড়ি পড়ে
কতো লেখক হয় খ্যাত বিখ্যাত।
আলপথ গেছে এঁকে বেঁকে দুরে
সোনালী ধান কাউনের বুক ছিঁড়ে
ঘাটে বাঁধা নাও যাত্রীর অপেক্ষা করে
যাক না ঘরের মানুষ ঘরে ফিরে।
রাতের ভয় ভয় ভৌতিকতায় ডুবে
দাঁড়িয়ে থাকে মোটা পাতলা নীরবতা
মাঠ পেরিয়ে কারুকার্য আকাঁ মাঠ
লিখে রাখে গাও গেরামের কাব্যকথা।