মোস্তফা শাওন
কিশোরগঞ্জ যশোদল ইউনিয়নের ঘোষেরকান্দি অনিমা গিরিন্দ্র কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত অশোক-ঝুমু স্কুল এন্ড কলেজে চতুর্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ৯ টা স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অশোক-ঝুমু স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক সরকারের ছোট্ট ভাই ট্রাস্টি
সদস্য এডভোকেট শ্যামল সরকারের সভাপতিত্বে
বিদ্যালয়ের সহকারি শিক্ষক হোসনে জান্নাত অনন্যার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিন্নাটি আব্দুল মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মুজিবুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
যশোদল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃআব্দুস সালাম, আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম খাঁন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শরিফ উদ্দিন, চৌদ্দশত উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,আলহাজ্ব শামসুদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক হিরু, স্বল্প মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুম রানী সাহা, পল্লী ডাক্তার দ্বীন ইসলাম মহসিন, হাজী মোহাম্মদ আব্দুল আলী,
অনিমা গিরিন্দ্র কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত অশোক-ঝুমু স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক এস এম রাজন স্বাগত বক্তব্য বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক উৎকর্ষতা বিকাশের জন্য খেলা দুলর প্রয়োজনীয়তা অপরিসীম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে মোঃ ফজলুল হক বলেন
নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
অ্যাডভোকেট শ্যামল সরকা সভাপতির বক্তব্যে বলেন, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত সকল কে ধন্যবাদ, যারা অংশগ্রহণ করেছেন কিন্তু বিজয়ী হতে পারেননি এটা মন খারাপের কিছু না প্রতিযোগিতা মানেই হারজিত। ক্রীড়া প্রতিযোগিতার জন্যই আজ কয়েকটি এলাকার মানুষ একত্রিত হতে পেরেছে । ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের এলাকার মানুষ খেলাধুলা উপভোগ করেছে।পুরো অনুষ্ঠানটি ছিল গোছালো ও সুশৃংখল। তবে আকাশের অবস্থা ভালো থাকলে অনুষ্ঠানে আরো অনেক জনসংখ্যা হতো।
স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পপি আক্তার বক্তব্যে বলেন,
প্রতিযোগিতা সফলভাবে করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যারা প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাফল্যমন্ডিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি। একজন সুস্বাস্থ্য অধিকারী মানুষের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিকভাবে সুস্থ সবল রাখে।
উক্ত অনুষ্ঠানে পরিচালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ে সহকারী শিক্ষক শফিউল্লাহ শোয়েব,এসে এম রাজন, লাবণ্য রহমান ও ফারজানা আক্তার।
অনুষ্ঠানের প্যারেট পরিচালনা করেন মোঃ আলী হাসান হাবিব।এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, নিত্য, গানের তালে তালে নাচ, মোরগের লড়াই, দড়ি লাফ, দীর্ঘ লাফ,দৌড় প্রতিযোগিতা ও অভিভাবকদের বল বদল, শিক্ষক-শিক্ষিকাদের ঝরা ফুল প্রতিযোগিতাসহ অনুষ্ঠানের বিভিন্ন খেলাধুলা । অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।