আসাউজ্জামান জুয়েল
লা-ইলাহা ইল্লাহ
মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
এসো হে নতুন বছর
এসো শুভ বার্তা নিয়ে
পিছনে ফেলে আসা
যত সব ছগীরা-কবীরা
গুনাহ মাফ করো
হে মহান আল্লাহ।
২০২৩ খ্রীঃ পারিনি
ইবাদত আমল করিতে
হে মহান আল্লাহ
২০২৪ খ্রীঃ রহমত করো
হেদায়াত করো দান।
আসুক সবার জীবনে
সুখ,শান্তি, রহমত নিয়ে
২০২৪ খ্রীঃ নতুন বছরে।
কেটেছে দিন গুলো
সুখ,দুঃখে আর শান্তিতে
নতুন বছর যেন হয়
সুখ শান্তি আর মধুময়।
করি হে প্রার্থনা
ওগো মোর আল্লাহ্
মাফ করে দাও,ক্ষমা করে দাও
সকলের গোপনীয় গুনাহ
২০২৪ এ বয়ে আনুক
সকলের উন্নতি আর প্রশান্তি
(সংক্ষিপ্তকারে)।