সাব্বির আহমেদ মানিক
কিশোরগঞ্জের বাজিতপুরে ঢাকাগামী চলন্ত এগারসিন্দুর গোধূলি ট্রেনের নিচে পড়ে একজন নিহত ও অন্য একজন গুরুতর আহত হয়েছে ।
রোববার (২৯ অক্টোবর) ১ টা ৪৮ মিনিটের দিকে বাজিতপুর উপজেলার সরারচর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সরারচর রেললাইন ধরে হাঁটছে দুই ব্যক্তি। কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলী ট্রেনের ছুটে আসছিল । দূর থেকে হুইসেল বাজানো হলেও তাদের কান পর্যন্ত পৌঁছায়নি। বিপদ বুঝতে পেরে একটানা হুইসেল বাজিয়ে যাচ্ছিলেন ট্রেন চালক। কাছাকাছি চলে আসার পর হঠাৎ করেই ট্রেনের ঠিক সামনে ঢুকে পড়েন ওই দুই ব্যক্তি। ট্রেনের ধাক্কায় দূরে ছিটকে পড়েন তারা। আশঙ্কাজনক অবস্থায় ফেকু রাজবন নামে (৮০) একজন কে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত গেন্দু রাজভন (৫৫) একটি পা দ্বিখন্ডিত হয় এবং তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।আর এ দৃশ্যহটি আগেক থেকেই মোবাইলঠ ফোনে ধারণ করছিলেন এক যাত্রী।
সরারচর রেলস্টেশন মাস্টার রতিশ বিশ্বাস জানান, “দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার কারণে এই বিষয়ে সঠিক তথ্য আমার কাছে নেই । তবে শুনেছি দুজন সরারচর রেলওয়ে কলোনির বাসিন্দা এবং তারা মদ্যপ অবস্থায় রেল লাইনের উপর ঘোরাঘুরি করছিল। এমন সময় এগারসিন্দুর গোধূলী ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।