অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
একটি পুণ্য ভূমি ধন্য দেশ
লাল সবুজের পতাকা
সোনা ফলানো সম্প্রীতির
নন্দনচারী কারু আঁকা।
বীর বাঙালি ত্রিশ লক্ষ
শহিদের রক্তের ঋন
হায়েনাদের বুলেটের ক্ষত
বুকে নিয়ে স্বাধীন।
শুকনো ফুলের হাসি ফোটাতে
যার হাতে যা ছিলো
বঙ্গবন্ধুর ৭ মার্চের হুংকারে
একাত্তরে যুদ্ধে গেলো।
বাড়ি ঘর পুড়ে হলো ছারকার
উঠলো জ্বলে দাবানল
সে সব কথা বলতে গেলে
চোখে জমে নোনাজল।
খোঁপায় গোঁজে বকুলের মালা
মুক্তি এলো ঘরে
নয় মাসের জঠর জ্বালা পেরিয়ে
বিজয়ের ১৬ই ডিসেম্বরে।