অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
একটি পুণ্য ভূমি ধন্য দেশ
লাল সবুজের পতাকা
সোনা ফলানো সম্প্রীতির
নন্দনচারী কারু আঁকা।
বীর বাঙালি ত্রিশ লক্ষ
শহিদের রক্তের ঋন
হায়েনাদের বুলেটের ক্ষত
বুকে নিয়ে স্বাধীন।
শুকনো ফুলের হাসি ফোটাতে
যার হাতে যা ছিলো
বঙ্গবন্ধুর ৭ মার্চের হুংকারে
একাত্তরে যুদ্ধে গেলো।
বাড়ি ঘর পুড়ে হলো ছারকার
উঠলো জ্বলে দাবানল
সে সব কথা বলতে গেলে
চোখে জমে নোনাজল।
খোঁপায় গোঁজে বকুলের মালা
মুক্তি এলো ঘরে
নয় মাসের জঠর জ্বালা পেরিয়ে
বিজয়ের ১৬ই ডিসেম্বরে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.