ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জ সদর থানায় দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) এঁর সার্বিক নির্দেশনায় দীর্ঘ অপেক্ষার পর ০৪/০৮/২০২৩ খ্রিস্টাব্দ অনুমান রাত ০১:০০ ঘটিকার এস আই হাসান আলী , এস আই তানভীর , এএসআই আসাদ সঙ্গীয় ফোর্স সহ র্যাব-১৪, সিপিসি -২ এর সহযোগিতায় কিশোরগঞ্জ মডেল থানাধীন মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া হতে কিশোরগঞ্জ সদর থানার মামলা নং ২৬(১০)২০০০, নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০ সংশোধনী ০৩) এর ৭/৯( ১)/৩০ ধারার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী মো: মুর্শিদ (৩৮) পিতা: মো: আবু জাহেদ, মাতা: আছিয়া খাতুন, সাং: বাক্সখিলা, থানা : কিশোরগঞ্জ সদর কে গ্রেপ্তার করা হয়। দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পালিয়ে বেড়ানো এ আসামীকে ধরার জন্য কিশোরগঞ্জ জেলা পুলিশের চৌকশদল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সোর্স এর মাধ্যমে আসামীর অবস্থান নির্ণয় করে তাকে গ্রপ্তার করে। উক্ত সাজাপ্রাপ্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।