ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জ সদর থানায় দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) এঁর সার্বিক নির্দেশনায় দীর্ঘ অপেক্ষার পর ০৪/০৮/২০২৩ খ্রিস্টাব্দ অনুমান রাত ০১:০০ ঘটিকার এস আই হাসান আলী , এস আই তানভীর , এএসআই আসাদ সঙ্গীয় ফোর্স সহ র্যাব-১৪, সিপিসি -২ এর সহযোগিতায় কিশোরগঞ্জ মডেল থানাধীন মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া হতে কিশোরগঞ্জ সদর থানার মামলা নং ২৬(১০)২০০০, নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০ সংশোধনী ০৩) এর ৭/৯( ১)/৩০ ধারার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী মো: মুর্শিদ (৩৮) পিতা: মো: আবু জাহেদ, মাতা: আছিয়া খাতুন, সাং: বাক্সখিলা, থানা : কিশোরগঞ্জ সদর কে গ্রেপ্তার করা হয়। দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পালিয়ে বেড়ানো এ আসামীকে ধরার জন্য কিশোরগঞ্জ জেলা পুলিশের চৌকশদল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সোর্স এর মাধ্যমে আসামীর অবস্থান নির্ণয় করে তাকে গ্রপ্তার করে। উক্ত সাজাপ্রাপ্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.