মায়াবী কাজল
দিলের বিলে নাও ভাসিয়ে,
ফুলদানিতে নাও সাজিয়ে।
আশায় আছি যে দাড়িয়ে,
তোমার সাথে যাবো হারিয়ে!
হাতটা তুমি দাও বাড়িয়ে,
মনের রংয়ে নাও রাঙিয়ে।
বুকে তোমার নাও জড়িয়ে,
ভালোবাসায় দাও ভরিয়ে।
সুখের আবেশ দাও ছড়িয়ে,
খুশির সুবাস দাও উড়িয়ে।
বুকের খাঁচায় আদর করে,
রেখ আমায় আপন করে।
যেও নাকো দূরে সরে,
পাশে থেকো হাতটি ধরে।
হৃদয়ের খাতায় যতন করে,
নামটি রেখ খোদাই করে।