নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের করিমগঞ্জ পুলিশ কর্তৃক বন্যপ্রাণী তক্ষকসহ আসামি আটক করার পর আদালতে অনুমতি নিয়ে বন্যপ্রাণী তক্ষকটি অবমুক্ত করা হয়েছে।
জানাযায়, করিমগঞ্জ থানায় মামলা নং-১৪ তারিখ ১৯/০৫/২০২৩ ধারা ৬(১)/৩৪খ/৪১ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে করিমগঞ্জ থেকে তক্ষকসহ আটক করা হয় মোস্তাকিম ও মানিক নামের ২ জনকে আটককৃত আসামিদের কোর্ডে পাঠানো হয়।
সেই সাথে বন্যপ্রাণী তক্ষকটি অবমুক্ত করার অনুমতি নিয়ে কিশোরগঞ্জ সহকারী বন সংরক্ষকের কাছে আবেদন করে করিমগঞ্জ থানার এস আই মেহেদী হাসান। আদালতের কার্যক্রম বাস্তবায়নে আজ শনিবার দুপুরে ৩ ঘটিকায় কিশোরগঞ্জ সহকারী বন সংরক্ষক দায়িত্বরত উপস্থিতিতে অফিস স্টাফ,,,, সহায়তা বন্যপ্রাণী তক্ষকটি অবমুক্ত করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, কালের নতুন সংবাদ এ-র সম্পাদক খায়রুল ইসলাম, ওয়েপ এ-র নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপন, সোহেল রানা প্রমুখ।