মোঃ সোহেল মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
স্কুল আর কলেজ জীবনের পর দীর্ঘ দিনের বিরতির একটা সময় যদি পুরনো বন্ধুদের সাথে একত্রিত হওয়ার আনন্দ যেন বাদভাঙ্গে। মনে হয় সেই স্কুলের মাঠ আর কলেজ প্রাঙ্গনের কথা। শুক্রবার সন্ধ্যায় স্কুল আর কলেজ জীবনের পর দীর্ঘ দিনের বিরতির একটা সময় যদি পুরনো বন্ধুদের সাথে একত্রিত হওয়ার আনন্দ যেন বাদভাঙ্গে। মনে হয় সেই স্কুলের মাঠ আর কলেজ প্রাঙ্গনের কথা।
শুক্রবার ২১ (এপ্রিল) সন্ধ্যায় ২৯ রমজানের শেষ দিনে হোসেনপুর চর বিলাস ক্যাফেতে ইফতারের জন্য এক হয়ে ছিলেন এসএসসি ২০১০ সালের সহপাঠিরা। প্রতি বছরের ন্যায় এ বছরেও একসাথে এক ব্যাচের বন্ধুদের মিলনে আনন্দ ছিলো আকাশ ছোঁয়া। শিক্ষা জীবন শেষে অনেকই আছেন নিজেস্ব পেশায় কেউ শিক্ষক, ব্যবসায়ী কেউ চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিল্পী, ইঞ্জিনিয়ার এক এক জন এক এক পেশায়। আবার কেউ কেউ আবার আছেন সংসারে ব্যস্ত। বহুদিন পর দেখা সহপার্ঠিকে বুকে নিয়ে কেমন আছিস বলাটার মধ্যে খুশি যেমন থাকে তেমনি তার মধ্যে থাকে স্কুল জীবন হারিয়ে ফেলার কষ্ট বিরাজ করে। মনে হয় সেই চিৎকার চেঁচামেচি, শ্রেণি কক্ষের দুষ্টুমী-আর মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছূটে যাওয়ার কথা।