নিজস্ব প্রতিনিধী
খেলাফত মজলিসের সদ্য প্রয়াত আমীর শায়খুল হাদিস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী রহ. এর স্মরণে কিশোরগঞ্জের ভৈরবে সংগঠনের উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
(৯ এপ্রিল, ১৭ রমযান) রোববার বিকাল সাড়ে পাঁচটায় ভৈরব উপজেলা পরিষদ সংলগ্ন হাজী হোটেল এন্ড রেস্টুরেন্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা পেশ করেন সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক হাফেয মাওলানা এমদাদুল্লাহ।
ভৈরব পৌর খেলাফত মজলিসের সভাপতি হাফেয মাওলানা মাসুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেয মাওলানা শফিকুল ইসলাম রিয়াজীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা পেশ করেন ও উপস্থিত ছিলেন ভৈরব আফতাবুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাওহীদুল ইসলাম, ভৈরব উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, সহ সভাপতি ডঃ মাওলানা আনাস মাহমুদ, ব্যাংকার মাওলানা রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রফিকুল হক, মাওলানা জুনাইদ আহমাদ, সংগঠনের উপজেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মুফতি ইকবাল ফারাবী, প্রচার সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মুফতি শিব্বির আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা জুনাইদ আহমাদ শাবীব, শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর শাখার সাধারণ সম্পাদক মুহসিন আকন্দ, প্রচার সম্পাদক মুফতি আব্দুল কাইয়ুম, শ্রম বিষয়ক সম্পাদক মাসুদুল আলম, ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সেক্রেটারি নাঈম হোসাইন, ভৈরব উপজেলা শাখার সেক্রেটারি যোবায়ের হাসানাত, বায়তুলমাল সম্পাদক যোবায়ের সিদ্দিকী, কুলিয়ারচর উপজেলা শাখার তানভীর আহমদ ও শরীফুল ইসলাম প্রমুখ।