আবু হানিফ পাকুন্দিয়া, :
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২রা মাচ) কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার পরিষদ হল রুমে কর্মশালা অনুষ্ঠিত। এতে সভাপতিত্বে করেন উপপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুস সাত্তারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম।এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এস. এম. সোহরাব উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের অতিরিক্ত পরিচালক, সাইফুল হাসান আলামিন উপজেলা কৃষক লীগের সভাপতি এডভোকেট আব্দুল আওয়াল প্রমুখ।
সফল কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষাণী আলেয়া পারভিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজিতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল হাসান। এসময় বিভিন্ন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপস্থিত ছিলেন পরে বিভিন্ন উপজেলার ৮ জন সফল কৃষি উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।