তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
নান্দাইলের জাহাঙ্গীরপুর সিনিয়র আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পিথা কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ আনোয়ারুল আবেদীন তুহিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাহাঙ্গিপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান হুমায়ুন মাস্টারসহ দলীয় নেতৃবৃন্দ,প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও সহকারী শিক্ষক বৃন্দ এবং ছাত্র-ছাত্রীগন।