মোহাম্মদ মাসুদ
বেঁচে থাকার প্রতিটি ক্ষণ,মুক্তমন মুক্তপ্রাঙ্গনে!
নগরের প্রাণকেন্দ্র ডিসি হিল কামিনী কাঞ্চনে।
সুজনে সুজন কুজনে কুড়ায়ে ফিরে ছড়াই গুঞ্জনে।
সত্য সততাই সরলতায় সময়ের অংকনে।
ভরে উঠুক জীবন আমাদের চারিপাশ অঙ্গনে।
নিঃশ্বাসে বিশ্বাসে পূর্ণ হোক প্রতিটি মানুষের মনে।
সম্পর্ক যেন হয়,হোক সুন্দর্য্যে ভরপুর
কাছাকাছি পাশাপাশি থেকেও নেই,
কেউ যেন কারো নয়,বহুদুর বহুদুর
কেটে যাক সব হতাশা নিরাশার সুর।
জুমা মোবারক পবিত্র দিনে। বিশেষ প্রয়োজনে দিনশেষে ডিসিহিল মুক্ত ময়দানে।
শতব্যস্ত নাগরিক জীবনে অনলাইন তালাশ টিমের বিশেষ প্রতিনিধি,সিনিয়র রিপোর্টার ও সম্পাদক মহোদয় পারভেজ আহমদ একই ফ্রেমে। আবদ্ধ করেছেন রিপোর্টার সুব্রত।
আজ যা বাস্তব কাল তা হয় অতীত।মুহূর্ত নিমেষকাল,ক্ষুদ্র ক্ষুদ্র সময় রূপ নেয় দিন,সপ্তাহ,মাস,গত হয় বছরের পর বছর, যুগে যুগ যুগান্তর। কেউই ভুলে না, ভুলে যাই না, ভুলার নয়, নিঃস্বার্থ মহৎ দয়া মায়া মমতাময়,কোমলমতি মানুষের হৃদয় অন্তর। স্মরণে সপনে,মনেপ্রানে,জেগে থাকে মনের অজান্তে। প্রতিটি ক্ষণ মুহূর্ত সময় কথা কাজ যেভাবেই কাটুক সময়।
স্মৃতি হয়ে থাকবে মনের অজান্তে যুগ যুগ ধরে। কোন একদিন হয়তো বা আর থাকবো না কেহ এই পৃথিবীর ইতিহাসে। চলে যাব একেবারে চিরতরে পরপারে।
এটাই সত্য এটাই বাস্তব এটাই চিরন্তন এটাই স্বাভাবিক।
তারপরও বাঁচতে হবে হাসতে হবে চলতে হবে শত ব্যস্ততার মাঝে নিরন্তন চলার পথে।
ক্ষণিকের পৃথিবী ক্ষনিকের পরিচয় আশার স্বপ্ন ভালোবাসা ভালোলাগা বিশ্বাস বেঁচে থাকার প্রতিটি নিঃশ্বাস হোক আরো গতিময় মধুময় ও স্মৃতিময়।
আলো আঁধারে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হোক আরো আলোকিত ভবিষ্যৎ উজ্জ্বল সফলতায় পরিপূর্ণ।
অনলাইন তালাশ পরিবারের সবাইকে এবং পরিবারের পক্ষ থেকে সম্মানিত দর্শক,শুভাকাঙ্ক্ষী,দেশ দেশান্তরে কাছে দূরের সকলের শুভ কামনায় সুস্থতায় কৃতজ্ঞতা রইলো।
সাথে থাকার জন্য ধন্যবাদ অকৃত্রিম নিরন্তন ভালবাসায়।পাশে আছি অনলাইন তালাশ পরিবার।
লেখক
মোহাম্মদ মাসুদ
সময়-রাত-১০টা,১৭-ফেব্রুয়ারি-২০২৩ইং