ডেস্করিপোর্ট ঃ কিশোরগঞ্জের ভৈরবে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ জন।
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার এসআই(নিঃ) নাজমুল আলম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৯/০১/২৩ খ্রি: সকাল ০৮.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ঘোড়াকান্দা সাকিনস্থ শিকদার অটো রিক্সার গেরেজের গেইটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মো: নুরুল হুদা পাভেল (৩৪) পিতা জাহিদুল ইসলাম , সাং খয়েরপুর (মহিদ চৌধুরীর বাড়ী), থানা অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং ঘটনার সময় সাইফুল ইসলাম নামে অপর আসামী হাত থেকে ব্যাগ রেখে পালিয়ে যায়। থানা পুলিশ ধৃত আসামির হেফাজত হতে মোট ১৪ কেজি এবং পলাতক আসামির হাত থেকে ফেলে যাওয়া ব্যাগ হতে মোট ১০কেজি; সর্বমোট ২৪কেজি মাদকদ্রব্য গাজা উদ্ধার করে ০৮.১০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ভৈরব থানায় মামলা রুজু করা হয়েছে।