রমজান আলী জুয়েল,
বেলাব (নরসিংদী) প্রতিনিধি ঃ-
“পড়ব বই গড়ব মন, সবুজ রাখবো শিক্ষাঙ্গন ” এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে স্কুল ভিত্তিক বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে । গতকাল রবিবার বিকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিয়াম ল্যাববেটরী স্কুলে বিভিন্ন ফলফলাদী গাছের চারা রোপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভ’ঞা রিটন,উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়াম্যান শারমনি আক্তার খালেদা, ভাইস চেয়াম্যান মনিরুজ্জামান জাহাঙ্গীর,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন,মহিলা বিয়ক কর্মকর্তা জেরিন সুলতানা,এসময় নির্বাহী অফিসার বলেন পালাক্রমে প্রতিটি স্কুলে বৃক্ষরোপন করা হবে।