হুমায়ুন রশিদ জুয়েল কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ
জীবন মানেই সংগ্রাম ওরা ভিক্ষুক নয় ওরা সংগ্রামী সদস্য, মানুষ মানুষের জন্য মানবতার সেবাই আমাদের লক্ষ্য, রুক্ষ শীতে তীব্রশীল অনাদরে মানবতারে জড়িয়ে দেই উষ্ণতার চাদর এই শ্লোগানকে সামনে রেখে তাড়াইল নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক তাড়াইল তালজাঙ্গা শাখা উদ্যোগে অসহায় ও হতদরিদ্র সংগ্রামী (ভিক্ষুক)সদস্যদের মাঝে শীত বস্র হিসাবে (কম্বল) বিতরণ করা হয়েছে গত বৃহস্পতিবার ২৬শে জানুয়ারি। শীত বস্র বিতরণ কালে উপস্থিত ছিলেন তাড়াইল তালজাঙ্গা শাখার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ খোকন মিঞা ও গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো মোজাম্মেল হক সহ গ্রামীণ ব্যাংকের কর্মীবৃন্দ।গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে গরীব অসহায় দুঃস্থূদের সেবা প্রদান করা।তীব্র শীতে অসহায় হতদরিদ্র মানুষ গুলো অসহায় অবস্থা জীবন যাপন করছে। এরেই ধারাবাহিকতায় সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কিছুটা সাহায্যের হাত বাড়িয়েছে গ্রামীণ ব্যাংক।এছাড়াও করোনা চলাকালীন সংগ্রামী সদস্যদের মাঝে চাল, ডালসহ যথাসাধ্য সাহায্যের হা বাড়িছিল গ্রামীণ ব্যাংক। সবসময় গ্রামীণ ব্যাংক অসহায় মানুষের পাশে রয়েছে, ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকবেন বলে জানিয়েছেন।