সিরাজুল ইসলাম আতশী, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ হাওর অঞ্চলে ইটনায় হঠাৎ শীতের প্রবণতা বেড়ে যাওয়ায় জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমুজুরেরা পড়েছে চরম বিপাকে। বোর আবাদের মৌসুম হওয়ায় শীতের কারণে কৃষকেরা
জমি আবাদ আর রোপনে খানেকটা বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। শীতের কারণে শ্রমিকের মূল্য অনেকাংশে বৃদ্ধি পাওয়ায় কৃষকদের বোর
উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্খা বিরাজ করছে। আর শীতের তীব্রতার জন্য
শ্রমিকগণ সঠিক ভাবে কাজ করতে পারছে না। শ্রমিকেরা আধা বেলা কাজ করতে পারলেও পুরো দিনের মুজুরির টাকা গুনতে হচ্ছে বোর
আবাদের কৃষি মালিকদের। শীতের তীব্রতা থেকে বঁাচার জন্য গ্রামের নিম্ন আয় আর শিশুদের শরীরকে একটু উষ্ণতা ফিরিয়ে আনতে খর
কোটা, গাছের পাতা, আর কাগজ দিয়ে আগুন ধরিয়ে শরীর উষ্ণ করার চেষ্টা করতে দেখা গেছে। ইটনা উপজেলার কৃষক মোঃ আলেক মিয়া
বলেন, শীতের কারণে শ্রমিকেরা সঠিক ভাবে কাজ করতে পারছে না। অল্প কাজ করার পরই জমি থেকে উঠে পড়ে কিন্তু কৃষক মালিকের ঠিকই
সারাদিনের মুজুরি পরিশোধ করতে হয়। ইটনা পশ্চিমগ্রামের গরু কামারি মোঃ নুরুল ইসলাম বলেন, শীতের কারণে আমার গরুর কামাড়ে
গরু ঘাস কম খাচ্ছে। কৃষকদেরও কৃষি কাজ করতে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। ইটনা উপজেলা কৃষি উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মাহাবুব ইকবাল বলেন, চলতি মৌসুমের বোর রোপন ইতিমধ্যে প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। তাই এ শীতে আমাদের চলতি বোর মৌসুমে কোন প্রভাব পড়বে না।