মোঃ শামসুল হক, স্টাফ রিপোটারঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চর জিনারীর নির্মানাধীন ঘরগুলো পরিদর্শন করেন
হোসেনপুরে -কিশোরগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
এ সময় সংসদ উপজেলার জিনারী ইউনিয়নেরর চর জিনারী ২৫টি গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য প্রতি উপকারভোগীর মাঝে মানবিক সহায়তা হিসাবে ২৫ টি কম্বল ও উপজেলা সমবায় অফিস সনদ বিতরন করেন।
এতে আরো উপস্থিত ছিলেন,
উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, এসিল্যান্ড নাশিকাতুল ইসলাম, জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম রহিদ, জিনারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুস সালাম ফকির, সাধারন সম্পাদক মোঃ সমর আলী, জিনারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা মোঃ হাকিম তামিম, কিশোরগঞ্জ সাবেক ছাত্রলীগ সহ সভাপতি আলমগীর হোসেন টুটুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, হোসেনপুর উপজেলায় জিনারী ইউনিয়নের চর জিনারী ২৫ টি ঘর ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। উক্ত ঘরসমূহ অবৈধ দখলদারদের থেকে উদ্ধারকৃত খাস জমিতে নির্মাণ করা হয়। প্রকল্পস্থলে যাতায়াত ব্যবস্থা সুগম রাখার জন্য উপজেলা পরিষদের উদ্যোগে রাস্তা নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ উপজেলার গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করে স্থান নির্বাচন, উপকারভোগী নির্বাচন এবং কাজের গুণগত মান নিয়ে সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি সন্তোষ প্রকাশ করেন। এই কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।