শাফায়েত নূরুল:
কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজ হবার ১৭ দিন পর ঝর্ণা আক্তার (১৮) বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে নিকলী থানার পুলিশ।মঙ্গলবার ভোর বেলা ত্রিশাল ভাটিপাড়ার গ্রাম হইতে মোঃ নূরুল ইসলামের বাড়ি থেকে নিকলী থানার পুলিশ এস আই আমিনুল ইসলামের নেতৃত্বে ও সংঙ্গী ফোর্সের সহযোগিতা বিশেষ অভিযান চালিয়ে নিখোঁজ ঝর্ণা আক্তার কে উদ্ধার করেন। ঝর্ণা আক্তার নিকলী উপজেলা গুরুই ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোঃ হাবিলন মিয়া (৪৫) এর পালিত মেয়ে। জানা যায়, গত ১০ ডিসেম্বর বিকেলে দৌলতপুর নিজ এলাকা থেকে ঝর্ণা আক্তার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি পর ২৪ তারিখে নিকলী থানায় হাবিলন মিয়া বাদী হয়ে একটি সাধারণ ডাইরী করেন, তাহা জিডি নং ১০৪৫। ঘটনা দিন ২৭ ডিসেম্বর ভোর বেলা গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল ভাটিপাড়ার এলাকা থেকে উদ্ধার করার পর তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়। নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করেন।