1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

বায়াত গ্রহণ ছাড়া মুসলমান হওয়া যায় না

  • প্রকাশ কাল সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৯ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট ঃ বায়াত গ্রহণ ছাড়া মুসলমান হওয়া যায় না। পবিত্র কুরআন শরীফে আল্লাহ এটি স্পষ্ট ঘোষণা করছেন।

আসুন জেনে নিই কোরআনের আলোকে।

” হে রাসূল ( সঃ)! যারা আপনার হাতে বায়াত গ্রহন করে তারা আল্লাহর হাতেই বায়াত গ্রহন করে। আল্লাহর হাত তাদের হাতের উপর “। ( সূরা আল ফাতহ ৪৮: আয়াত নং ১০ )।

” যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, প্রকারান্তরে সে আল্লাহকেই অনুসরণ করলো “। ( সূরা আন নিসা, আয়াত নং ৮০ )।

” সাবধান ! নিশ্চয় আল্লাহর অলীগননের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না “।( সূরা ইউনুস ১০: আয়াত নং ৬২)।

” আমি আমার সৃষ্টির ( মানুষ) মধ্যে এমন একদলকে সৃষ্টি করেছি যারা মানুষকে সৎ পথ দেখাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে “।( সূরা আল আ ‘রাফ ৭ : আয়াত নং ১৮১)।

” (হে রাসূল) যাকে আমি পথভ্রষ্ট করেছি, তার জন্য কোন মোর্শেদ খুঁজে পাবে না “। ( সূরা আল আ’রাফ, আয়াত নং ১৮৬ )।

” তিনি যাকে পথভ্রষ্ট করেন, ( হে রাসূল ) তার জন্য কোন মোর্শেদ অভিভাবকরুপে পাবেন না “।( সূরা আল কাহফ, আয়াত নং ১৭ )।

” আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন, তারা হলেন – নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ ও সৎকর্ম পরায়ন ব্যক্তিগণ “। ( সূরা আন নিসা, আয়াত নং ৬৯ )।

” নিশ্চয় আল্লাহর দল বিজয়ী “। ( সূরা আল মায়িদাহ, আয়াত নং ৫৬ )।

” তাঁরাই আল্লাহর দল, জেনে রাখ আল্লাহর দলই বিজয়ী “। ( সূরা আল মুজাদালাহ, আয়াত নং ২২ )।

” হে হাবীব (সঃ) ! আপনি যে বালি নিক্ষেপ করেছিলেন, তা আপনি করেননি। বরং আল্লাহ নিজেই তা নিক্ষেপ করেছিলেন “। ( সূরা আল আনফাল, আয়াত নং ১৭ )।

” যারা মু’মিন আল্লাহ তাদের অভিভাবক “। ( সূরা আল বাকারা, আয়াত নং ২৫৭ )।

” তিনি রাহমান (আল্লাহ), তার সমন্ধে যে অবগত আছে তাকে জিঙ্গেস করো “। ( সূরা আল ফোরকান, আয়াত নং ৫৯ )।

” নিশ্চয় আমি ভূ- পৃষ্ঠা আমার প্রতিনিধি প্রেরণ করবো “। ( সূরা আল বাকারা, আয়াত নং ৩০ )।

” আমি মানুষকে বিশেষ সম্মানে ভূষিত করেছি “। ( সূরা বনী ইসরাঈল, আয়াত নং ৭০ )।

” আমি রাসূল প্রেরণ না করা পর্যন্ত কাউকে শাস্তি প্রদান করি না “। ( সূরা বণী ইসরাঈল, আয়াত নং ১৫ )।

” তাদের নিকট এমন কোন নবী রাসূল আসেনি, যাকে তারা ঠাট্টা করতো না “। ( সূরা হিজর, আয়াত নং ১১ )।

” তারা নবীগণকে অন্যায়ভাবে হত্যা করতো “। ( সূরা বাকারা, আয়াত নং ৬১ )।

” মানুষ কি তা মনে করে যে, তারা যদি মুখে মুখে বলে, আমরা ঈমান এনেছি, তাহলে কি তাদেরকে বিনা পরীক্ষায় খাঁটি প্রেমিক বলে ছেড়ে দেব “? ( সূরা আনকাবুত, আয়াত নং ২ )।

” হে ঈমানদারগণ ! তোমরা মুসলমান না হয়ে মরিও না “।

” হে মু’মুেনগণ ! আল্লাহকে ভয় কর এবং সাদেকীন অর্থাৎ অলী – আল্লাহদের সঙ্গ লাভ কর “। ( সূরা তাওবা, আয়াত নং ১১৯ )।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST