1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

পাঁচ মাসে পবিত্র কুরআনের হাফেজ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৩১ বার পড়েছে


আবু হানিফ (পাকুন্দিয়া)কিশোরগঞ্জের জেলা পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন মিরুককান্দি গ্রামে। মো.মোখলেছুর রহমান ছেলে । জান্নাতুল নাইম ফাহাদ পাকুন্দিয়া পৌরসভায় ৬নং ওয়াডের চরপাকুন্দিয়া গ্রামের দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এখানেই সে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে।

দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো.শরিফুল ইসলাম বলেন , হিফজ শুরু করার পরই আমরা ফাহাদের মাঝে মেধার প্রতিভা অনুভব করি। সে মাত্র পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেছে। তবে সে খুব ভদ্র ও শান্ত প্রকৃতির ছেলে। ফাহাদ জন্য দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন তিনি।
তিনি আরও জানান, নুরানী ও নাজেরা শাখায় পড়াশোনা শেষ করতে সময় লাগে প্রায় তিন বছর। সেখানে তার সময় লেগেছে মাত্র নয় মাস। ফাহাদের চেষ্টা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর রহমতে সে এই মহা পুরস্কারে ভূষিত হয়েছে। সে যেন বড় হয়ে কুরআনের খেদমত করতে পারে তার জন্য সকলের কাছো দোয়া চাই তার পরিবার লোকজন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST