মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
কবি গোলাম মাওলা জসিমের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম নগরীর সরাইপাড়ার জনপ্রিয় সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক ও সেলফ প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে সেলুনের স্বত্তাধিকারী প্রদীপ শীলের হাতে বুক ও সেলফ তুলে দেন উদ্বোধক অনল মিডিয়া ভিশনের পরিচালক শেখ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুপায়ন টিভির কর্ণধার রুবাইয়েত, নাট্যকর্মী মোহাম্মদ আলী,সৌরভ পাল,অর্প প্রমুখ
অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মুজিবুর রহমান বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক সেলফ অকপটে সময়উপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্যোগের জন্য তিনি গোলাম মাওলা জসিমকে সাধুবাদ জানান।বিশ্বব্যাপী এর পরিধি বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।