ডেস্করিপোর্ট ঃ আজ (০১/১০/২০২২ ইং) সকালে একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এর নেতৃত্বে একটি দল বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রামু,
কক্সবাজার ও তার আশেপশের স্থাপনা সরজমিনে পরিদর্শন করেন । পরিদর্শন দলের অন্যান্য সদস্যরা হলেন বেগম মাহবুব আরা বেগম গিনি এমপি, জনাব জুয়েল আরেং এমপি, এ এম নাঈমুর রহমান দূর্জয় এমপি, বেগম জাকিয়া তাবাস্সুম এমপি, যুগ্মসচিব ও কাউন্সিল অফিসার (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা
(কক্সবাজার সদর ও রামু)। পরিদর্শন দলটি বিকেএসপির নতুন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রামু্থর বিভিন্ন স্থাপনা, মাঠ, ছাত্রাবাস ঘুরে দেখেন। জ্যাকব ও তাঁর সফর সঙ্গীরা রামুর চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আরও আধুনিকায়ন ও বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সব ধরনের সাহায্য-সহযোগিতার কথা বলেন । বিকেএসপির
মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক, এএফডব্লিবুসি, পিএসসি,এলএসসি, এমফিল, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো: মিজানুর রহমান, বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম ও রামু আঞ্চালকের উপ- পরিচালক আখিনুর জামান রুশো এ সময় সফরকারী দলের সাথে ছিলেন ।