গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আজ শনিবার (২৪ সেপ্টেম্বর ২০২২) তারিখ বিকালে চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর সেমিফাইনাল খেলায় আলোর দিশারী যুব সংঘ কড়ইতলা বনাম সিরতা লায়ন ক্লাব অংশ গ্রহণ করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ক্যাপিটেল কলেজ এর অধ্যক্ষ মনোয়ার হোসেন মিনার। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল (ভিপি রাসেল)।
চর খরিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন ফকির, আওয়ামী লীগ নেতা আলী আকবর, আওয়ামী লীগ নেতা ডাঃ হারুন অর রশীদ, ইউপি সদস্য ফজলুল হক প্রমূখ।
উক্ত খেলা পরিচালনা করেন ময়মনসিংহ চরাঞ্চলের অন্যতম ক্রীড়া সংগঠক চর খরিচা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, সহকারী পরিচালক, মোঃ হাফিজুল ইসলাম ও শাখাওয়াত হোসেন হীরা।
এ সময় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর খেলাটি উপভোগ করতে চরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে ক্রীড়া প্রেমীদের ঢল নামে। উক্ত খেলাটি আলোর দিশারী যুব সংঘ কড়ইতলা/সিরতা লায়ন ক্লাবকে ২.০ গুলে পরাজিত করে ফাইনালে পৌঁছে।
এ বিষয়ে খেলা পরিচালক মোঃ হেলাল উদ্দিন বলেন, ফাইনালে বিজয়ী দলকে বাইসাইকেল ও পরাজিত দলকে এন্ড্রয়েড ফোন উপহার দেয়া হবে।