1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

সারাদেশে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হচ্ছে

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৫২ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই- ইলাহী চৌধুরী।তিনি বলেন,আজ থেকে দেশে ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে।

ছবি:দৈনিক তোকদার নিউজ পোটাল থেকে,ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হচ্ছে।আজ সোমবার(১৮ জুলাই)প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন,আমরা আজকে যা আলোচনা করেছি,তার উল্লেখযোগ্য দিক হলো,আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন কমিয়ে,যাতে আমাদের খরচ কম হয়,সেই পর্যায়ে,যেটা সহনশীল হয়,সেই পর্যায়ে নিয়ে আসা এবং ডিজেলে আমরা বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করলাম।তাতে অনেক টাকা সাশ্রয় হবে।
সংবাদ সম্মেলন শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,আগামীকাল থেকে সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও জ্বালানি প্রতিমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST