শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন											   
							                    
            
                
             
                
				
                
				 
                
            
                
                    
                        
            
                
         
         
            
                
				
					
						 					
					
				
                    										
                    
                    
                        
সুন্দরগঞ্জে আগুনে পুড়েছে ঘরসহ আসবাত পত্র
                    
                    
                        
                            - 
							প্রকাশ কাল 
														সোমবার, ১৮ জুলাই, ২০২২																							
- 
						    																২৭২												   
														বার পড়েছে						
 
                    
                         
													
							 
                    
                    
                        

★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-
সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্ৰামে গোয়াল ঘরে আগুন লেগে আব্দুর রাজ্জাকের দু’টি ঘর পুড়ে গেছে। সোমবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা হয়। আগুন লাগার নির্দিষ্ট কোন কারণ না জানলেও কয়েলের আগুন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষষে ক্ষতিগ্রস্থ আব্দুর রাজ্জাক বলেন,তিন মেয়ে সহ পরিবারের সদস্যদের নিয়ে দুর্বিষহ জীবন যাপন করতেছি।এ যেন মরার উপর খাঁড়ার ঘা,আমি বাড়িতে না থাকায় পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে আগুনের তাপে ঘুম ভেঙ্গে যায়। স্থানীয়রা এগিয়ে আসার আগেই শোয়ার ঘরে আগুন লেগে যায়। পরে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়লে টাকা পয়সা আসবাবপত্র সহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু বলেন, অত্যান্ত দুঃখ জনক বিষয়,আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
                     
					
					
						 					
					
					 
										
                    
                        
শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   
				   	
			 
			 				   				
					
					
									
                    
                       অন্যান্য সংবাদসমূহ                    
                    
                    
					
					
						 					
					
					
                 
                
             
                 
               
		 
        
        
        
		
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST