1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

মানুষের কি লোভ দেনা শুধতে প্রতিবেশীর দোকানে চুরি

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৮২ বার পড়েছে
News

★অনলাইন ডেস্ক :-




আশি হাজার টাকার দেনা শোধের জন্য প্রতিবেশীর দোকান থেকে প্রায় আট লাখ টাকার মালামাল‘চুরির’অভিযোগে রাজধানীতে সস্ত্রীক গ্রেপ্তার হয়েছেন এক ব্যবসায়ী।ছবি:দৈনিক তোকদার নিউজ পোটাল থেকে,মানুষের কি লোভ দেনা শুধতে প্রতিবেশীর দোকানে চুরিমঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তুরাগ থানার পাকুরিয়া এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।সে সময় তাদের কাছ থেকে টাকা ও‘চুরি’যাওয়া মালামাল উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন।

গ্রেপ্তাররা মো:জসিম উদ্দিন(২৫)মোবাইল বিল রিচার্জের ব্যবসা করেন।স্ত্রী খুশি আক্তারকে (২২)নিয়ে ওই এলাকাতেই তিনি থাকেন।ছবি:দৈনিক তোকদার নিউজ পোটাল থেকে,মানুষের কি লোভ দেনা শুধতে প্রতিবেশীর দোকানে চুরিপুলিশ বলছে,জসিম তার স্ত্রী,শ্যালকসহ পাঁচজনককে সঙ্গে নিয়ে ১২ নম্বরে সেক্টরের ৬ নম্বর রোডে তাদের দোকানের পাশের বিসমিল্লাহ স্টোর থেকে কোরবানির ঈদের রাতে সিগারেটের কার্টন‘চুরি’করেন।

জসিমের শ্যালকসহ তিনজন পলাতক আছেন,পুলিশ তাদের ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম‘অপরাধ স্বীকার করেছেন জানিয়ে ওসি বলেন,ব্যবসা করতে গিয়ে বিভিন্ন সময়ে জসিমের ৮০ হাজার টাকা ঋণ হয়ে যায়,টাকা আদায়ে পাওনাদারদেরও চাপ ছিল।ওই টাকা শোধ করার জন্য দুই মাস আগে স্ত্রী এবং শ্যালকের সঙ্গে চুরির পরিকল্পনা আঁটেন তিনি।

ওসি জানান,ঈদের রাতে বিসমিল্লাহ স্টোর থেকে আনুমানিক ৮ লাখ টাকার নয় কার্টন সিগারেট চুরি হয় বলে থানায় অভিযোগ আসে।এরপর তদন্তে নেমে পুলিশ ক্লোজড সার্কিট ক্যামেরা(সিসি টিভি)থেকে ভিডিও সংগ্রহ করে।

রাত সাড়ে ১২টার দিকে ওই দোকানের(বিসমিল্লাহ স্টোর) পাশের ফ্লেক্সিলোডের দোকানদার জসিম এবং তার স্ত্রীসহ মোট পাঁচজন চুরি করছে।ভিডিওতে দেখা যায়,জসিম ভ্যান নিয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে আছেন,আর তার স্ত্রী খুশিও বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন।অন্য তিনজন কার্টনগুলো নিয়ে ভ্যানে তুলছে।

সবটাই ভিডিওতে ধরা পড়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মহসীন বলেন,চুরির পর সিগারেটের কিছু কার্টন বিক্রি করেছিলেন জসিম।গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ লাখ টাকার সিগারেট এবং সিগারেট বিক্রির ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST