
★অনলাইন ডেস্ক :-
মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তুরাগ থানার পাকুরিয়া এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।সে সময় তাদের কাছ থেকে টাকা ও‘চুরি’যাওয়া মালামাল উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন।
পুলিশ বলছে,জসিম তার স্ত্রী,শ্যালকসহ পাঁচজনককে সঙ্গে নিয়ে ১২ নম্বরে সেক্টরের ৬ নম্বর রোডে তাদের দোকানের পাশের বিসমিল্লাহ স্টোর থেকে কোরবানির ঈদের রাতে সিগারেটের কার্টন‘চুরি’করেন।
রাত সাড়ে ১২টার দিকে ওই দোকানের(বিসমিল্লাহ স্টোর) পাশের ফ্লেক্সিলোডের দোকানদার জসিম এবং তার স্ত্রীসহ মোট পাঁচজন চুরি করছে।ভিডিওতে দেখা যায়,জসিম ভ্যান নিয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে আছেন,আর তার স্ত্রী খুশিও বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন।অন্য তিনজন কার্টনগুলো নিয়ে ভ্যানে তুলছে।
সবটাই ভিডিওতে ধরা পড়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মহসীন বলেন,চুরির পর সিগারেটের কিছু কার্টন বিক্রি করেছিলেন জসিম।গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ লাখ টাকার সিগারেট এবং সিগারেট বিক্রির ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।