সুন্দরগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সেমিনার অনুষ্ঠিত হয়
প্রকাশ কাল
বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
১৭৪
বার পড়েছে
★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী। উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু,থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকমান হোসেন প্রমুখ। সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ এনজিও দৈনক তোকদার নিউজ অনলাইন এর মোঃ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ,গাইবান্ধা প্রতিনিধি, অংশগ্রহণ করেন।