সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় অতি প্রাচীন কেন্দ্রীয় শিব মন্দিরের নতুন ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছে।
রবিবার (১৫ মে) সকালে শিব মন্দিরের ভিত্তি প্রস্তর উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বামনডাঙ্গা কেন্দ্রীয় শিব মন্দিরের সভাপতি সংগ্রাম সিং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী’র প্রতিনিধি হয়ে বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ রেজাউল হক রেজা।
মন্দিরের ভিত্তি প্রস্তরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মিসেস আফরুজা বারী’র প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃমজনু হিরো।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিৎ কূমার সূর্য বকসি, পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র সরকার, বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক দিপক কুমার পাল, বামনডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বার, পূজা উদযাপন পরিষদ সুন্দরগঞ্জ শাখার সভাপতি নিমাই ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন,বামনডাঙ্গা শিব মন্দির কমিটির উপদেষ্টা সুব্রত চক্রবর্তী সুদিপ,প্রভাষক তপন কুমার সরকার, নরেশ চন্দ্র সরকার,বামনডাঙ্গা ইউপি মহিলা সদস্য সালমা খাতুন, বামনডাঙ্গা কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি লিলু রাম রায়, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, যুবনেতা স্বপন রাম রায় সহ স্থানীয় সুধীজন।
আলোচনা শেষে অতিথিবৃন্দকে নিয়ে শিব মন্দিরের নতুন ভবনের ভিত্তি প্রস্তর করা হয়।