:নিউজইডিটর:মোঃলিমন(তোকদার)সোমবার,১০,জানুয়ারী ২০২২,
যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন ততদিন দেশে ইসলাম,পরিপন্থী, কোনো আইন পাশ করা হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
শনিবার(৮ জানুয়ারি)দিনগত রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার জামিয়া আরাবিয়া ‘সাতকাছেমিয়া, মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শ ম রেজাউল করিম বলেন,দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ হচ্ছে।যেটাকে আমরা বলি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।সেখানে বই থাকবে,ইসলামের ইতিহাস পড়বেন, খোলাফায়ে রাশেদিনের ইতিহাস,খলিফাদের ইতিহাস, রাসুলুল্লাহর (সা:) ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।
তিনি বলেন,শুধু নামাজ পড়া নয়,সেখানে ঈমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ হবে।সারা দেশে পাঁচ শতাধিক মাদরাসায় ভবন বরাদ্দ হয়েছে।অনেক মাদরাসায় কাজ শুরু হয়ে গেছে।অতীতে কোনো মাদরাসা ভবন দেওয়া হতো না, শুধু স্কুল-কলেজে ভবন বরাদ্দ হতো।
হাফেজ মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে এ সময় নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)শেখ আব্দুল্লাহ্ সাদীদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃমাহিদুল ইসলাম,মাওলানা আব্দুস সামাদ আজাদ,মুফতি ওয়াহীদুল আলম,হাফেজ মাওলানা মুফতি ইমতিয়াজ উদ্দিন মাসরুর কাসেমি প্রমুখ উপস্থিত ছিলেন।