1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

মেডিকোর গ্র্যান্ড সেলিব্রেশন-(২০২০) উদযাপন হয় ঢাকার ম্যারিয়ট কনভেনশন হলে।

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩১ বার পড়েছে
অনলাইনডেস্ক:নিজস্ব প্রতিবেদক দৈনিকতোকদারনিউজ.কম,এর প্রতিষ্ঠাতা:মোঃমোশারফ হোসেন তোকদার লিমন,রংপুর বিভাগঃ-

আজ মেডিকোর গ্র্যান্ড সেলিব্রেশন-(২০২০) উদযাপন হয় ঢাকার ম্যারিয়ট কনভেনশন হলে।আজ মেডিকেল এবং ভার্সিটি সম্মিলনী ভর্তি প্রস্তুতি প্রোগ্রাম “মেডিকো” কর্তৃক আয়োজিত গ্রান্ড সেলিব্রেশন (২০২০) উদযাপন করা হয় ঢাকার ম্যারিয়ট কনভেনশন সেন্টারে। এসময় ২০২০- সালে চান্স প্রাপ্ত ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য সরকারি মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত প্রায় ১১00+ শিক্ষার্থী ও শিক্ষার্থীদের গার্ডিয়ানসহ এই গ্র্যান্ড সেলিব্রেশন উদযাপিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মেডিকোর পরিচালক ডা: যুবায়েদুর রহমান জনি সহ ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস কৃত প্রায় অর্ধশতাধিক ডক্টর। যারা কিনা মেডিকোর শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি দুপুর ১-টাথেকে শুরু করে এবং পর্যায়ক্রমে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও ক্রেস্ট বিতরন করেন।এসময় প্রতিষ্ঠানের পরিচালক সহ মেডিকো অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা সহ মোটিভেশনাল স্পিচ দিয়ে ছিলেন।অনুষ্ঠানটি দুপুর ১- টা থেকে সন্ধ্যা ৬- টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি থেকে ২০২০-সালে ঢাকা মেডিকেলসহ দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে প্রায় ২১৫০+ জনের উপরে চান্স পায়।তাদের মধ্যে জাতীয় মেধা তালিকায় রয়েছেন অনেকেই।

বিডি//নিজস্ব প্রতিবেদক দৈনিকতোকদারনিউজ.কমএরপ্রকাশিত/প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টকপিরাইট আইনেপূর্বানুমতিছাড়া ব্যবহারকরা যাবেনা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST