তন্ময় দেব শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
এ উপলক্ষে শুক্রবার ( ১৭ ই মার্চ) সকাল ৯ টায় উপজেলা সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব এর সভাপতিত্বে ও স্বর্ণা মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই শাল্লার মাননীয় সাংসদ ডক্টর জয়া সেনগুপ্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুূদ, ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানি দাশ, থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র দাস, শিক্ষক শিক্ষিকা, গনমাধ্যমকর্মী, ছাত্র ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগন।
পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সাংসদ জয়া সেনগুপ্তা।