ডেস্ক রিপোর্ট ঃ আজ ২৬ নভেম্বর ২০২২ খ্রি: বিকাল ০৩:০০ ঘটিকায় কটিয়াদী থানা সদর ও ইউনিয়ন পর্যায়ে একইসঙ্গে ১২টি বিটে ‘বিট পুলিশিং সভা’ অনুষ্ঠিত হয়। সভাসমূহে কটিয়াদী থানার অফিসার ইনচার্জ জনাব এসএম শাহাদত হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো: আল-আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো: মোস্তাক সরকারসহ অন্যান্য পুলিশ অফিসারগণ উপস্থিত থেকে ‘মাদক দ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা ইত্যাদি’ বিষয়ে বক্তব্য প্রদান করেন। সভাসমূহে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন । কিশোরগঞ্জ জেলায় বিট পুলিশিং এর ফোকাল পয়েণ্ট হিসেবে কাজ করছেন জনাব মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কিশোরগঞ্জ।