১৭ নভেম্বর, মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ
ভৈরবে ঢাকা- সিলেট মহাসড়কে অবৈধ যান চলচল বন্ধ ও সড়কে দূর্ঘটনা রােধে হাইওয়ে পুলিশ অভিযান শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা – সিলেট মহাসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড ও মাহমুদাবাদ নামক স্থানে হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহন ও মোটরবাইকের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা ও মামলা দায়ের করেন। এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক জানান, সড়কে দূর্ঘটনা রোধে ও অবৈধ যান চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক অভিযান পরিচালনা করছে। গত ৩ মাসে আমরা ৮ শ যানবাহনের বিরুদ্ধে মামলা রুজু করেছি এবং ৪৫ লাখ টাকা সরকারি রাজস্ব আদায় করেছি। এছাড়া বেপরোয়া গতিতে যান চলাচলকারীদের বিরুদ্ধে স্পীড গান ব্যবহার করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।