এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর পাকুন্দিয়া সিমান্ত বর্তি ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া পুলেরঘাট উপশহর বাজারের বণিক সমিতির নির্বাচন জমে উঠেছে পুরোপুরি নির্বাচনী আমেজ, কিশোরগঞ্জ সদর পাকুন্দিয়া কটিয়াদী উপজেলা সিমান্ত বর্তিজ বইছে ব্যবসায়ীদের মাঝে। প্রার্থীরা প্রতীক পেয়ে আরো প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি দোকানে গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তারা। চায়ের দোকান, হোটেল থেকে শুরু করে বাজারের অলিগলিতে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। রং বে-রঙের পোস্টারে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ মোড় সহ পুরো বাজার।
পুলেরঘাট বাজার বনিক সমিতির নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, বণিক সমিতির নির্বাচন সভাপতি পদে তিনজন, সহ সভাপতি চারজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সহ সাধারণ সম্পাদক চারজন, সাংগঠনিক পদে দুই জন, কোষাধ্যক্ষ পদে ছয়জন, দপ্তর সম্পাদক দুইজন, ক্রীড়াসম্পাদক দুই জন, তথ্য প্রযুক্তী দুই জন, সদস্য পদে পাঁচ জন আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১৭ টি পদের জন্য লড়াই করবে ৩৭ জন। মোট ভোটার রয়েছে ১২৮৮জন।
বনিক সমিতি নির্বাচনের প্রধান কমিশন একাডেমির সুপারভাইজার মোঃ শারফুল ইসলাম বলেন, আগামী ১৯ নভেম্বর শনিবার পুলেরঘাট আজহারুল উল্লুম দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে ১৫টি পদের বিপরীতে ৩৫টি ভোট গ্রহন করা হবে
পাশে সকাল ৮ টা থেকে দুপুর ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রার্থীরা মাইক ব্যবহার না করা সহ প্রচারনার জন্য কিছু নিয়ম সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে বনিক সমিতির নির্বাচন পরিচালনার জন্য প্রায় সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।