নিজস্ব প্রতিবেদক:
বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী বিভিন্ন দরবার শরীফ, মাজার ও মাজার সংশ্লিষ্ট মসজিদে হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন দেয়া, এবং সূফী, পাগল ফকির হত্যা, ক্রমাগত শারীরিক নির্যাতনের প্রতিবাদে ও বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সার্বজনীন উন্মুক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা এগারোটা দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জের সকল বাউল ও শিল্পী সমাজ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, বাংলাদেশ জাতীয় বাউল সমিতির কিশোরগঞ্জের সভাপতি বাউল হারিছ, শানে পাঞ্জাতন মহরম জারী দলের পরিচালক বাউল মান্নান, বাউল কিবিরিয়া খোকন, মাসুদুর রহমান মিলন, জেলা যুবদলের সহ-সভাপতি রকিবুল হাসান ফয়সাল।
এছাড়াও উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন তরফীয়া দরবার ও মাজার শরীফের সাজ্জাদনশীন পীরজাদা সৈয়দ ইয়াছিন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উদিচি’র সাধারন সম্পাদক বাবুল রেজা, বাপা সভানেত্রী এড: হামিদা বেগম, মহিলা পরিষদ নেত্রী কামরুন্নাহার।
মানববন্ধনে বক্তারা মহারাজ বাউল আবুল হোসেন সরকারের অতিদ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
উল্লেখ যে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাদারীপুরে একটি গানের অনুষ্ঠানস্থল থেকে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ নিয়ে আসা হয়। পরে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।