1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

হোসেনপুরে নবগঠিত ছাত্র অধিকার পরিষদের যাত্রা শুরু

  • প্রকাশ কাল শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়েছে

রুজিনা আক্তার পলি
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় নবগঠিত ছাত্র অধিকার পরিষদ কমিটির আনুষ্ঠানিক যাত্রা ০৪/০৭/২০২৫ ইং রোজ শুক্রবার জুম্মার নামাজের পর শুরু হয়েছে। এক বীর শহীদকে স্মরণ করার মধ্য দিয়ে এ যাএা শুরু করা হয়।

গত ৫ আগস্ট ২০২৪ ইং, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুরা গ্রামের কৃতি সন্তান, রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আব্দুল্লাহ বিন জাহিদ। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে কমিটির কার্যক্রম শুরু করেন তারা।

এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রিপন রাজ, হোসেনপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি সালমান আহাম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান। এছাড়া উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম মোস্তাকিম, সহ-সভাপতি সাদেক মিয়া ও ওয়াসিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জে এইচ শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদসহ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST