সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির আহবায়ক (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন, আমরা লড়াই করেছিলাম, একটি নতুন বাংলাদেশের জন্য। ফ্যাসিবাদ সরকারের পতনের মাধ্যমে আমরা একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপকে পূরণ করতে হলে এই বাংলাদেশ নতুন করে গঠন করতে হবে। বুধবার দুপুরে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বরে এক পথ সভায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন” সরকারের কাছে আমরা আহ্বান জানাই অবশ্যই তারা কুড়িগ্রামের দিকে তাকাবে। অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্যের শিকার যেন কুড়িগ্রাম না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। এ সময় তিনি উপস্থিত জনগণের কাছ থেকে দ্বিতীয় ধাপ পূরণে সাথে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করেন।
পথ সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন “অতিতের স্বৈরাচার আমাদের পথ রুদ্ধ করেছে। ধর্ষক এসে স্বাধীনতার সুফল ভোগ করেছে। আবু সাঈদ-মুগ্ধদের রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে, আলেমদেরকে দাড়িটুপি নিয়ে অপমান সহ মসজিদের ভিতর থেকে নামিয়েছে, আমাদের কোন স্বাধীনতা ছিল না। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেয়া যবে না খুনী-দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া যাবে না। বুধবার দুপুরে রংপুর থেকে রাজারহাট হয়ে কুড়িগ্রাম যাওয়ার পথে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বরে এক পথ সভায় তারা বক্তব্য দেন।
এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) এর আহবায়ক নাহিদ ইসলাম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাঠোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, ড. আতিক মোজাহিদ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথ সভায় ড. আতিক মোজাহিদকে কুড়িগ্রাম-০২ প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন সারজিস আলম সহ উপস্থিত নেতৃবৃন্দ।