এম এ আকবর খন্দকারঃ- কিশোরগঞ্জ জেলা সদরে লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ করা হয়েছে। গত ২০ মে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের কর্মরত শিক্ষক মন্ডলীদের নিজস্ব অর্থায়নে ড্রেস বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম’র মেন্বার এম এ আকবর খন্দকার।
উপস্হিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্হানীয় শিক্ষানুরাগীগণ। এ সময় অতিথিদ্বয়ের কাছ থেকে স্কুলড্রেস পেয়ে শিক্ষার্থীরা তাৎক্ষনিক পরিধান করে আনন্দ-উচ্ছাস প্রকাশ করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন রানা বলেন “আমাদের নিজস্ব উদ্যোগে স্কুলড্রেস প্রদানে শিক্ষার গুণগত মানোন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জন ও পরবর্তীতে নতুন শিক্ষার্থীদের উপস্হিতির হার বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।”