সাব্বির আহমদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ- কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গাজ যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরাইল বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেল ৩ ঘটিকায় বাজিতপুর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক শেখ মজিবুর রহমান ইকবাল। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, বাজিতপুর ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক ওয়াসিমুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার শামীম ও সদস্য সচিব ইফতেকার হায়দার ইফতি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, মানবাধিকার পদদলিত হয়েছে এবং ফিলিস্তিনির ৬ মাসের শিশুরাও পর্যন্ত ইসরাইল বাহিনীর অত্যাচারে রেহাই পাইনি। বিশ্বের মড়লরা আজ চুপ, তাদের প্রতি নিন্দায় জানাই, ফিলিস্তিনি হাজার হাজার মুসলমান ভাইদেরকে পাখির মতো গুলি করে মারছে।