স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের কমিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার ঝাউতলা বাজারের তিন রাস্তার মোড়ে এ মানববন্ধন করেন এলাকাবাসী। এসময় বক্তারা বলেন, জয়কা ইউনিয়নের রামনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মামুন এবং একই এলাকার মুখলেসসহ আরো ৪-৫ জনের সঙ্ঘবদ্ধ একটি দল দীর্ঘদিন ধরে রামনগর, ঝাউতলা ও আশপাশে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। কয়েক গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও গত ১ এপ্রিল ঝাওতলা বাজারে বড় ধরনের মাদকের চালান করার সময় গ্রামবাসী মিলিত হয়ে ঝাউতলা বাজারে আটক করে। এক পর্যায়ে মামুনের সাথে থাকা রিভলবার দিয়ে করিমগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিহাদুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকলে ভয়ে গ্রামবাসী সরে যায়। মিহাদুলকে রক্ষা করতে তার চাচা খায়রুল ইসলাম আক্কাছ এগিয়ে এলে মুখলেসের সাথে থাকা সুইচগেয়ার দিয়ে আক্কাসের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে খায়রুল ইসলাম আক্কাছের মাথা থেকে রক্তক্ষরণ হতে থাকলে উপস্থিত এলাকাবাসী তাকে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় প্রচন্ডরকম আঘাত দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন আহত খাইরুল ইসলাম এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। এঘটনায় এলাকাবাসী মামুন ও মুখলেস গংদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করেন। এসময় বক্তব্য রাখেন নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউপি সদস্য আব্দুল জলিল, সাইদুর রহমান, আ. হক,রোকন উদ্দিন প্রমুখ।