1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্কুলের জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ : ছাদে মাছের হ্যাচারি কটিয়াদীর মন্ডলভোগে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান শীর্ষক আলোচনা সভা জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষাফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গাজীপুরে সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে ময়মনসিংহে উত্তাল মানববন্ধন নান্দাইলে ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অষ্টগ্রামে ১শত পরিবার ইফতার সামগ্রী বিতরণ সরকারি ফান্ডে যাকাত প্রদানে জেলা প্রশাসক মুফিদুল আলম এর আহ্বান সাতকানিয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম
কটিয়াদীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্কুলের জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ : ছাদে মাছের হ্যাচারি কটিয়াদীর মন্ডলভোগে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান শীর্ষক আলোচনা সভা জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষাফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গাজীপুরে সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে ময়মনসিংহে উত্তাল মানববন্ধন নান্দাইলে ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অষ্টগ্রামে ১শত পরিবার ইফতার সামগ্রী বিতরণ সরকারি ফান্ডে যাকাত প্রদানে জেলা প্রশাসক মুফিদুল আলম এর আহ্বান সাতকানিয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে ময়মনসিংহে উত্তাল মানববন্ধন

  • প্রকাশ কাল সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২ বার পড়েছে

স্টাফ রিপোর্টার:
গাজীপুরে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নয়া দিগন্তের গাজীপুর জেলা প্রতিনিধি মো. মোজাহিদ-কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে তাকে টার্গেট করে ভয়ংকর ও উসকানিমূলক স্লোগান দেয়, যা সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

গত ৬ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান, তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা “একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর” স্লোগান দেয়। এই ভীতিকর মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজসহ সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র নিন্দা ও উত্তেজনার সৃষ্টি হয়।

ওই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ১০ মার্চ (সোমবার) দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রেস সোসাইটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা এই হুমকির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে সারাদেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজহারুল আলম, বাংলাদেশ প্রেস সোসাইটি ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রনি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন উজ্জ্বলসহ আরও অনেকে।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সাদেক, আব্দুল হক লিটন, জাহাঙ্গীর আকন্দ, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, আবুল বাশার, সুলতান মাহমুদ বাপ্পি, আমিনুল ইসলাম, আব্দুল হাকিম, এ এস কে মিজান, সামদানী বাপ্পি, নজরুল ইসলাম খান, মাহমুদুল্লাহ রিয়াদ, রেজাউল করিম রেজা, সাংবাদিক বিল্লাল হোসেন মানিক, মারুফ হাসান, সোহানুর রহমান সোহান, শেখ মোঃ দিন ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম শাওন, বিশ্বনাথ সাহা বিসু, সাংবাদিক মামুন, পপি, সেলিম সাজ্জাদ, সুমি, জাহাঙ্গীর প্রমুখ।

বক্তারা প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায়, দেশব্যাপী সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। তারা বলেন, মোজাহিদ গাজীপুরের অন্যতম একজন সাহসী সাংবাদিক। তিনি আওয়ামী লীগের সময়ে তাদের দুর্নীতির অনেক খবর প্রচার করে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছে। সংবাদ প্রকাশের জেরে ৩ টি মামলায় ২১৯ দিন কারাবরণসহ ২৬ দিন রিমান্ডে ছিলেন।

তখন তাকে বিএনপির দালাল ট্যাগ দেয়া হতো, বর্তমানে তাকে আওয়ামীলীগের দোসর ট্যাগ দেয়ার চেষ্টা করছে বিএনপির দুর্নীতিবাজরা। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের নানা অনিয়ম-চাঁদাবাজি’র খবর প্রকাশ করায় তাকে প্রকাশ্যে জবাই করার হুমকি দেয়া হয়েছে। সেখানে ৪-৫’শত কর্মীদের শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলজার হোসেন মণ্ডল, মেহেদী হাসান সাহাদ ও মারুফ প্রধান নেতৃত্ব দিয়েছেন। সাংবাদিক মোজাহিদকে যারা জবাই করার হুমকি দিয়েছেন, ভিডিও দেখে দেখে প্রত্যেককে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

হুমকি দিয়ে সত্যকে দমিয়ে রাখা যাবে না। সাংবাদিকদের কণ্ঠরোধের যে কোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে, আর সে আন্দোলন হবে আরো জোরালো, আরো তীব্র।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST