1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু বকর সিদ্দিক কিশোরগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-শহীদ, সম্পাদক- রতন কিশোরগঞ্জে জেলা জিয়া সাইবার ফোর্স এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড কিশোরগঞ্জে উত্তম শিক্ষক ও উত্তম শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ ২০২৫ কিশোরগঞ্জের ছেলে খায়রুল কবির এনসিপির কেন্দ্রীয় নেতা ময়মনসিংহ এলজিইডি প্রকৌশলী মোশারফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রোজাদারকে ইফতার করানো সওয়াবের কাজ শিল্পী জগৎ মিউজিক ব্যান্ডে গান কবিতায় আড্ডা নান্দাইল বিপুল আয়োজনের মধ্যে দিয়ে সংবর্ধিত হলেন নবনির্বাচিত বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী

কিশোরগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-শহীদ, সম্পাদক- রতন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে তৃতীয়বারের মতো মো. সহিদুল আলম শহীদ সভাপতি ও বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার (০৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। পরে ভোট গণনা শেষে রাত বারোটার দিকে ফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে মো. শহিদুল আলম ৪২১ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাল উদ্দিন পান মাত্র ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম রতন ২৯১ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ শহীদুল ইসলাম হুমায়ুন পান ১৩৪ ভোট।

নির্বাচনে মোট ৬০৬ জন ভোটারের মধ্যে ৫৩৭ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এস এম মাহবুবুর রহমান। ২০২৫-২৬ মেয়াদের এই নির্বাচনে এবার ১৪টি পদের জন্য ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৫ জন বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপির ৯ জন প্রার্থী জয়ী হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি মো. শহিদুল আলম, সহ-সভাপতি আব্দুর রাশিদ ভূঞা, বিনাপ্রতিদ্বন্ধীতায় সদস্য পদে কফিল উদ্দিন, মো: সারোয়ার জাহান সানি ও মোঃ সোহাগ মিয়া।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে  বিজয়ী প্রার্থীরা হলেন সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি মোঃ মানিক, সহ-সাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা, শাহিনুর কলি, লাইব্রেরী সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক এ.এম ছাজ্জাদুল হক, অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক, বিনাপ্রতিদ্বন্ধীতায় সদস্য পদে  মোঃ আবু তাহের হারুন ও মোহাম্মদ আহসানুজ্জামান নাসির।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST