রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
২নম্বর,সংকেত,৬০-৮০কিলোমিটার বেগে ঝড়ের আভাস।
-
প্রকাশ কাল
বুধবার, ৩০ মার্চ, ২০২২
-
২৭৬
বার পড়েছে
ছবি:দৈনিক তোকদার নিউজ.কম থেকে ২নম্বর,সংকেত।



ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে ৬০থেকে ৮০কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার(২৯মার্চ)রাতের এমন পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো:আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন,ঢাকা,কুমিল্লা,ফরিদপুর,মাদারীপুর,এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি.বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০কি.মি.বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে-পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এই অবস্থায় বুধবার(৩০মার্চ)সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর,রাজশাহী,ময়মনসিংহ,ঢাকা, খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শেয়ার করুন
অন্যান্য সংবাদসমূহ
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST