কলকাতা প্রতিনিধি-আসাদ আলী-কালের নতুন সংবাদঃ গত ৩ রা জানুয়ারি ২০২৫ তারিখ থেকে কলকাতার মৌলালি রামলীলা ময়দানে চলছে ৫ ম কলকাতা জেলা বইমেলা- ২০২৪-২৫ । চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত। এই বই মেলা কে কেন্দ্র করে শিশু কিশোর যুবক যুবতী প্রৌঢ় বৃদ্ধ বৃদ্ধা কলেজের ছাত্র-ছাত্রী লেখক সম্পাদক প্রকাশক সাংবাদিক ও পাঠক সবাই উন্মুখ হয়ে থাকে সারা বছর। এই বই মেলা মিলন মেলা জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির মেলা আশা আলো আর ভালবাসার বইমেলা। তেমনি গত পাঁচই জানুয়ারি ২০২৫ তারিখ ছিল বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন রকমের অনুষ্ঠান। তেমনি ছিল দূর-দূরান্তের কবি ও কবিতা প্রেমী মানুষদের মিলনক্ষেত্র কবি সম্মেলন ও কবিতা পাঠের আসর আর স্টল গুলো ঘিরে ছোট ছোট আড্ডা যা লেখক সম্পাদক প্রকাশকদের নতুন করে উৎসাহ উদ্দীপনা যোগায়, আরো কিছুটা আলোর সাথে আলোর পথে এগিয়ে যেতে সাহায্য করে। তেমনি ‘সমাজ ধারা’ পত্রিকার ২৫ নাম্বার স্টল ঘিরে আলো করেছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি আনোয়ার হোসেন, সাংবাদিক ওশিউর রহমান, বিশিষ্ট কবি সাংবাদিক ঔপন্যাসিক ও চিকিৎসক আসাদ আলী, বিশিষ্ট সম্পাদক ও কবি সোমনাথ ঘোষ, কবি শঙ্কর সাহা, চিত্রপ্রিয় চ্যাটার্জী প্রমুখো। তেমনি পাশের ‘বুলবুল’ এর স্টলে বরিষ্ঠ সম্পাদক ও কলামিস্ট এস এম সিরাজুল ইসলাম কে ঘিরে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক, আরতী দে সহ একঝাক কবি সাহিত্যিক। এমনি ভাবেই প্রতিটি স্টলে গুণী মানুষদের আড্ডায় পরিণত হয়েছিল বইমেলা। কবি সম্মেলনের সভাপতি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক, প্রধান অতিথি ছিলেন ডঃ সমরেন্দ্রনাথ ঘোষ এবং বিশেষ অতিথি ছিলেন কবি বিশ্বনাথ সাউ । এসএম সিরাজুল ইসলামের স্বাগত ভাষণের পর সভাপতি ডঃ প্রকাশ মল্লিক বক্তব্য রাখেন। কবিতা পাঠ করেন আরতি দে, মধুমিতা ধূত, সুস্মিতা মল্লিক, বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি আনোয়ার হোসেন, কবি ও সাংবাদিক আসাদ আলী, জয়ন্ত কুমার মল্লিক, কামাখ্যা রঞ্জন দাস, মনোজ বিশ্বাস, চিন্ময়ী বিশ্বাস, গৌতম বালা প্রমুখ। গান করেন কৃষ্ণা মল্লিক, অসাধারণ রবীন্দ্র সংগীত পরিবেশন করেন দীপান্বিতা চট্টোপাধ্যায়। যেমন ভালো দিক আছে তেমন আলোর নিচে অন্ধকারও আছে দু-একজন কবিকে আলোচনা করতে শোনা গেল তারা কবিতা পাঠে নাম দেননি দূর-দূরান্ত থেকে এসেছেন অথচ না কোন মেমেন্টো, না কোন প্রকার সম্মাননা যা তাঁদের পছন্দ হয়নি। সঞ্চালনায় ছিলেন ‘বুলবুল’ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম।